গত বছরের ১৯ অক্টোবর সারাদেশে মুক্তি পায় জয়া আহসান ও চঞ্চল চৌধুরী অভিনীত চলচ্চিত্র ‘দেবী’। দেশজুড়ে প্রশংসিত ও সফল এ চলচ্চিত্র কানাডা, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের পর্দায়ও দেখেছেন দর্শক। এমন সাফল্যের পর এবার ছবিটি অনলাইনে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিডিও শেয়ারিং সাইট বায়োস্কোপ অরিজিনালসের সঙ্গে এ বিষয়ে ৩১ জানুয়ারি চুক্তি করেন ছবির প্রযোজক জয়া আহসান।তিনি বলেন, “আমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’ বায়োস্কোপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। দর্শকদের ভালোবাসায় দেশ ও বিদেশের পর্দায় ‘দেবী’ জনপ্রিয় চলচ্চিত্র। অনেকেই ছবিটি দেখেছেন। কিন্তু যারা এটি এখনও দেখতে পারেননি, তাদের জন্যই অনলাইনে এটি মুক্তি দেওয়া হচ্ছে।’ চলতি মাসের প্রথমার্ধেই ছবিটি বায়োস্কোপের প্রাইম ক্যাটাগরিতে উš§ুক্ত হবে বলে জানা গেছে। এর ফলে স্বল্প টাকা দিয়ে এটি দেখতে পারবেন দর্শকরা।এদিকে আসছে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ‘দেবী’র বিশ্ব প্রিমিয়ার হতে যাচ্ছে মাছরাঙা টিভির মাধ্যমে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানের পাশাপাশি এটি প্রযোজনা করেছে ‘সি-তে সিনেমা’। এতে মিসির আলি চরিত্রে চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া ও নীলু চরিত্রে শবনম ফারিয়াকে দেখা গেছে। আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ ও ইরেশ যাকের।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...