পায়ে চোটের কারণে গতকাল মাঠ থেকে হাসপাতালে নেওয়া হয় সিলেট সিক্সার্সের পেস বোলার তাসকিন আহমেদকে। তবে তার চোট কতটা গুরুতর সে ব্যাপারে আজ শনিবার দুপুর পর্যন্ত জানা যায়নি। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ খেলতে পারবেন কিনা দেশের অন্যতম সেরা এই পেসার। গতকাল শনিবার রাতে সংবাদ সম্মেলনে মিডিয়া ম্যানেজার তামজিদ ইসলাম বলেন, ‘রিপোর্টটা আমরা এখনো পাইনি। ম্যাচ শেষে ব্যস্ততার জন্য আমরা এখানে চলে এসেছি। বিসিবির যে ফিজিশিয়ান আছেন উনি জানাবেন। আজকের পরে তো আসলে তাসকিন বিলংস টু বিসিবি। আমরা তো চলে গেলাম ম্যাচ থেকে, আই হোপ রাভিদ ভাইয়ের কাছ থেকে অফিসিয়াল নিউজ পাওয়া যাবে।’ তবে এই পেসারের বাবা আবদুর রশিদ বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন চোট খুব গুরুতর নয়। তাসকিনকে আপাতত সাতদিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’ গতকাল শুক্রবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে খেলতে নেমে মাঠ থেকে হাসপাতালে যেতে হয় তাসকিন আহমেদকে। সিলেট সিক্সার্সের হয়ে ফিল্ডিংয়ের সময় পায়ে আঘাত পান তিনি। পায়ের এক্স-রে করাতে তাকে মিরপুরের-১০ এ অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...