নতুন চার মুখ নিয়ে বিসিবির কেন্দ্রীয় চুক্তি, ফিরেছেন ইমরুল-লিটন

‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন ও রুকি ক্যাটাগরিতে ৫ জনকে রেখে ২০১৯ সালের কেন্দ্রীয় চুক্তি গঠন করা হয়েছে। আজ শনিবার মিরপুর শেরে বাংলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে গত বছরের কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ইমরুল কায়েস ও লিটন দাস কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন। নতুন মুখ হিসেবে সুযোগ মিলেছে চার ক্রিকেটারের। তাদের রাখা হয়েছে রুকি ক্যাটাগরিতে। 

এ+ ক্যাটাগরিমাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। এ ক্যাটাগরিইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

বি-ক্যাটাগরি

মমিনুল হক, লিটন কুমার, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম।

রুকি ক্যাটাগরি

আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, খালেদ আহমেদ।