প্রধানমন্ত্রীর চা-চক্রে যোগ দিচ্ছেন রাজনৈতিক দলের নেতারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে চা-চক্রে যোগ দিতে গণভবনে আসতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় এই চা-চক্রের আয়োজন করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতাদের চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে জাতীয় পার্টি, বিকল্প ধারাসহ ১৪ দলীয় জোটের দলগুলো অংশ নেবে বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ আমন্ত্রণে যাচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট ও বাম গণতান্ত্রিক জোট। আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ধন্যবাদের পাশাপাশি এ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়ে দিয়েছে দুই জোট। গতকাল শুক্রবার সকালে গণভবনে ঐক্যফ্রন্টের পক্ষে চিঠি নিয়ে যান জোটের দপ্তরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, সমন্বয় কমিটির সদস্য আজমেরী বেগম এবং মিডিয়াপ্রধান জাহাঙ্গীর আলম।  জাতীয় ঐক্যফ্রন্টের প্যাডে লেখা চিঠিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলা হয়- ‘জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় মাননীয় প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ অন্যতম এজেন্ডা হিসেবে আলোচিত হয়। কমিটি এই চা-চক্রে অংশ না নেওয়ার ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে।’ অন্যদিকে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম আমাদের সময়কে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ পেয়েছি; কিন্তু যাচ্ছি না, যাওয়ার পরিবেশ নেই। গত ৩০ ডিসেম্বর যে নির্বাচন হয়েছে তাতে মনে হয়েছে প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণে যাওয়ার কোনো মানে হয় না।’