আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সুইস প্রেসিডেন্ট ইলি মাউরের এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে পাঠানো এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো বার্তায় সুইস প্রেসিডেন্ট বলেন, ‘চতুর্থবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় সুইস সরকারের পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’ আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে ইলি মাউরের বলেন, ‘আমি আপনার দেশের ও জনগণের সমৃদ্ধ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ এবং আপনার দায়িত্ব পালনে সফলতা কামনা করি। বাংলাদেশের সংবিধানের আলোকে নতুন সরকার গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখবেন এবং সবার স্বার্থে সব পক্ষে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হবেন।’ এ ছাড়া বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সুইস প্রেসিডেন্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তার বার্তায় বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ। ৫ লাখ ব্রিটিশ-বাংলাদেশি যুক্তরাজ্যে বসবাস করে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার আশা প্রকাশ করে থেরেসা মে বলেন, ‘মানবাধিকার, গণতন্ত্রসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে আপনার সঙ্গে কাজ করে যেতে চাই এবং রোহিঙ্গা সংকটের মোকাবিলায় মানবিক ও কূটনৈতিক ক্ষেত্রে যুক্তরাজ্য অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে। এখন মিয়ানমারকে প্রয়োজনীয় যথাযথ পরিস্থিতি সৃষ্টিতে বাধ্য করতে সব পর্যায়ে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...