সরকার বেশি দিন টিকবে না

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুব হোসেন বলেছেন, এবার প্রহসনের ভোটের মধ্য দিয়ে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। এ সরকার বেশি দিন টিকবে না। শিগগির নির্বাচন দিতে হবে। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদসভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এ সভার আয়োজন করে।মাহবুব হোসেন বলেন, কারাবন্দি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে একমাত্র উপায় হচ্ছে রাজপথ উত্তপ্ত করা। নেতাকর্মীদের রাজপথে নামতে হবে। কঠোর আন্দোলন করতে হবে। তিনি বলেন, যতদিন পর্যন্ত রাজপথ উত্তপ্ত না হবে, খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় জেল থেকে বের করা যাবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। সরকারের সদিচ্ছা ছাড়া বেগম জিয়াকে মুক্ত করা যাবে না।ভোটের নানা অনিয়মের চিত্র তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, এর আগে আইন করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। এ সরকার প্রতারণা করে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহায়তায় ক্ষমতায় এসেছে। বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন, আইন করে একদল করেছিলেন। আর এবার শেখ হাসিনা প্রহসনের ভোটের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন। এ সরকার বেশি দিন টিকবে না, শিগগির তাদের নির্বাচন দিতে হবে।তিনি আরী বলেন, বেগম জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলায়। তাই আইনের প্রক্রিয়া যতই আমরা বলি না কেন, সরকারের সদিচ্ছা ছাড়া তাকে মুক্ত করা যাবে না। তিনি বলেন, খালেদা জিয়াকে জেলে রেখে তার মুক্তির ব্যবস্থা না করে আমরা নির্বাচনে গেছি গণতন্ত্রকামী মানুষের ওপর ভরসা করে। এটা কতটা সঠিক ছিল ইতিহাস একদিন সেই বিচার করবে।জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপি নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে মাহবুব হোসেন বলেন, আপনারা একটি মাত্র ইস্যু নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করুন। সেটা হলো-বেগম খালেদা জিয়ার মুক্তি। গণতন্ত্র ও প্রহসনের নির্বাচন সব কিছুই বলা হবে, কিন্তু সবার আগে থাকবে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন। তার মুক্তির বিনিময়ে যা কিছু দরকার, রাজপথ উত্তপ্ত করে, আন্দোলন করে তার মুক্তির ব্যবস্থা আমাদের করতে হবে।