সেরা দলের এ কী হাল!

রোমাঞ্চকর একটি ম্যাচ দেখার আশায় মিরপুরে জড়ো হচ্ছেন দর্শকরা। ভিড় করছেন স্টেডিয়ামের বাইরে। চোখে-মুখে রাজ্যের কৌতূহল। খেলা শুরু হওয়ার অল্পকিছুক্ষণের মধ্যেই দেখা যায় গ্যালারি ভর্তি দর্শক। আজ শনিবার ছাড়া বিপিএলে এমন দৃশ্য খুব কমই দেখা গেছে। ভিড় হওয়ার কারণ হিসেবে বলা যায়, আজেকের খেলা ছিল এ আসরেরর দুই সেরা দলের। পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করা কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হয় দুই নম্বরে অবস্থান করা রংপুর রাইডার্সের। তাই দর্শকদের চাওয়াও ছিল অনেক। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স ব্যর্থ হয় সেই চাওয়া পূরণ করতে। আজ শনিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। কিন্তু ইমরুল-তামিমরা ব্যাটিংয়ে নামলেই দেখা যায় ভূতুড়ে কাণ্ড। মাত্র ২৩ রানের মাথায় হারিয়ে বসে চার উইকেট। মনে হয় যেন কিসের তাড়া ছিল ভিক্টোরিয়ান্স ব্যাটসম্যানদের। অথবা এক-দুই অবস্থানে থেকেই শেষ এলিমেনটরে খেলবে দল-তাই এতটা গুরত্বও ছিল না ম্যাচের। এ জন্য করা হয়েছে পরিকল্পহীন ব্যাটিং। ১৬ ওভার তিন বলে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় কুমিল্লার ইনিংস। সর্বোচ্চ ২১ রান আসে জিয়াউর রহমানের ব্যাট থেকে। লিয়াম ডওসন ১৮ ও শামসুর রহমান করেন ১২ রান করে সাজঘরে ফিরে যান। চার ব্যাটসম্যান আউট হন রানের খাতা খোলার আগেই। আনামুল হক ৫, পেরেরা আউট হন ৩ রান করে। তিন ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন রবি বোপারা। দুটি করে উইকেট নেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও নাহিদুল ইসলাম। শহীদুল ইসলাম ও শহীদ আফ্রিদির ঝুলিতে জমা হয় একটি করে উইকেট।