পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে নাটোর থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি। এতে চরম দুভোর্গে পড়েছেন যাত্রীরা। জানা গেছে, আজ শনিবার ভোর থেকে নাটোর থেকে বাস চলাচল স্বাভাবিক থাকলেও সকাল ৮টার দিকে হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে নাটোর থেকে কোন জেলায় যাত্রীবাহী বাস যাচ্ছে না। পাশাপাশি কোন জেলার বাসও নাটোরে আসছে না। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বাস বন্ধে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাস বন্ধের বিষয়ে মালিক সমিতির নেতৃবৃন্দকে ফোন দেওয়া হলেও তারা রিসিভ করেননি। তবে বাস কাউন্টারের মাস্টাররা জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বৃহস্পতিবার রাতে যুবলীগ নেতা জামিল হোসেন মিলনকে তুলে নিয়ে যাওয়া হয়। মিলনের সন্ধান না পাওয়ায় বাস মালিক সমিতি নাটোর থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয়।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...