ইমরুল হলে অবশ্যই ভালো : মাশরাফি

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে ফিরছেন ইমরুল কায়েস। গত বৃহস্পতিবার বেসরকারি একটি টেলিভিশনকে এমন কথাই জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। কিন্তু গতকাল সংবাদমাধ্যমের সামনে আবারও ইমরুলের দলে ফেরার প্রসঙ্গে কথা বললেন নাজমুল হাসান পাপন।এবার বিসিবি প্রধান জানান, ইমরুলের দলে ফেরার সম্ভাবনার কথাই নাকি বলেছিলেন। নিউজিল্যান্ড সফরের জন্য ওয়ানডে দলের ১৫ জনের তালিকা দেওয়া হয়েছে। সেখানে আরেকজন খেলোয়াড় যোগ করা হবে। পাপন জানান, আমার কাছে এখনো নামই আসেনি। ইমরুলের নাম আমি কীভাবে নিশ্চিত করব? এটা তো আসবে নির্বাচকদের কাছ থেকে।ওয়ানডে স্কোয়াডে ১৬তম সদস্য হিসেবে ইমরুলের নামই বেশি আলোচিত হচ্ছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ওয়ানডে দলের কাপ্তান মাশরাফি বিন মুর্তজা নিজের মতামত ব্যক্ত করে বলেন, ‘যাদের কথা হচ্ছে, সবাই ভালো খেলোয়াড়। বাংলাদেশের জন্য তাদের অনেক অবদান আছে। বিশেষ করে ইমরুলের তো অনেক অবদান আছে। নির্বাচকরা আছেন, সবাই যারা আছেন, তারা বসে সিদ্ধান্ত নেবেন আশা করি। ইমরুল হলে অবশ্যই ভালো। কারণ সে পারফর্মার। সম্প্রতি সে পারফর্ম করেছে। ইমরুল হলে অবশ্যই ভালো হবে।’নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টেস্ট দল থেকে ইমরুল বাদ পড়ায় অবাক হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। কেননা গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩৪৯ রান করে রেকর্ড গড়েছিলেন ইমরুল। এর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে হাসেনি তার ব্যাট। ইমরুল দল থেকে বাদ পড়া প্রসঙ্গে দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, বর্তমান পারফরম্যান্স ও নিউজিল্যান্ডের কন্ডিশন চিন্তা করে ইমরুলকে দলে রাখেননি তারা। পরে ইমরুলের দলে ফেরার প্রসঙ্গে মিনহাজুল আবেদীন জানিয়েছেন, প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে বসে আলাপ-আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা। অর্থাৎ ইমরুলের দলে ফেরার বিষয়টি এখনো শিকেই ঝুলে রইল।