এ মুহূর্তে রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক যতই চর্চায় থাকুক না কেন, এক সময় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলিয়ার প্রেম নিয়েও কম আলোচনা হয়নি। বলিউডে প্রথম ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেমে পড়েন আলিয়া-সিদ্ধার্থ। তবে ঠিক কোন কারণে ভেঙে গেল তাদের সম্পর্ক তা এতদিন অজানাই ছিল। সম্প্রতি এ বিষয়ে মুখ খুললেন সিদ্ধার্থ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’ শোতে আদিত্য রয় কাপুরের সঙ্গে জুটি বেঁধে হাজির ছিলেন সিদ্ধার্থ। সেখানেই সিদ্ধার্থকে আলিয়ার সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে প্রথমবারের মতো মুখ খোলেন এ অভিনেতা। সিদ্ধার্থ বলেন, ‘বিচ্ছেদের পরে আমি আর আলিয়া কখনো আলাদা করে দেখা করিনি। আমি মনে করি না আমাদের সম্পর্কটা এক্কেবারে তিক্ত, এটা এক্কেবারে সাধারণ একটি বিষয়। আমি ওর (আলিয়া) সঙ্গে প্রেম করার আগে থেকেই ওকে চিনতাম। আমার প্রথম শট দিয়েছিলাম আলিয়ার সঙ্গে, এটা একটা ইতিহাস।’ শোতে করণ সিদ্ধার্থকে আরও প্রশ্ন করেন, আলিয়ার সঙ্গে পুরোনো প্রেম, আবেগ ভুলে ক্যারিয়ারে এগিয়ে যাওয়া তার কাছে কতটা কঠিন? এর উত্তরে সিদ্ধার্থ বলেন, ‘দুই ব্যক্তি একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নেন এর পিছনে কারণ থাকে। সম্পর্কের মধ্যে অনেক চড়াই-উৎরাই থাকে। যখন মানুষ এগুলোর মধ্যে থেকে নিজেকে বের করে আনতে পারে, তখন শুধু ভালো স্মৃতিই থেকে যায়।’
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...