শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯। ১ ফেব্রুয়ারি থেকে বইপ্রেমীরা নতুন বইয়ের গন্ধে মেতেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবারের মতো এবারের বইমেলায়ও বেশ কয়েকজন তারকার বই প্রকাশ পাচ্ছে। এর মধ্যে অভিনয়শিল্পীরা আছেন, আছেন সংগীতশিল্পীরা, পিছিয়ে নেই নির্মাতারাও।এবার মেলায় আসছে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের চতুর্থ কবিতার বই ‘১৯ নং কবিতা মোকাম’। অনন্যা প্রকাশনী প্রকাশ করছে এই বইটি। আফজাল হোসেনের লেখা প্রথম কবিতার বই ‘শুধু একটাই পা’ প্রকাশ হয়েছিল ২০১১ সালে। ২০১৩ সালে প্রকাশ হয় ‘কোনো জোনাকি এ অন্ধকার চেনে না’ নামের কবিতার বই। গল্প-উপন্যাসও লিখেছেন তিনি। আফজাল হোসেনের লেখা চারটি উপন্যাস হচ্ছে ‘বিরহকাল’, ‘কানামাছি’, ‘পারলে না রুমকি’ এবং ‘কুসুম ও কীট’। তার ভ্রমণ রচনা হচ্ছে ‘মানস ভ্রমণ’।চলচ্চিত্রাভিনেত্রী শানারেই দেবী শানু এবার বইমেলায় নিয়ে আসছেন একটি উপন্যাস ও শিশুতোষ গল্পের বই। উপন্যাসের নাম ‘একলা আকাশ’ এবং শিশুতোষ গল্পের বইয়ের নাম ‘শানারেই ও তার যাদুর লেইত্রেং’। ‘একলা আকাশ’ বের হচ্ছে তাম্রলিপি প্রকাশনা থেকে আর ‘শানারেই ও তার যাদুর লেইত্রেং’ অনন্যা প্রকাশনী থেকে। শানু বলেন, ‘প্রথম গদ্য লেখার অভিজ্ঞতা হলো এবার। ভালো লাগার কথা বলে বোঝাতে পারব না। শানারেই ও তার যাদুর লেইত্রেং বইটি বাচ্চাদের জন্য লেখা। গল্পের পাশাপাশি ছবিও আঁকা হয়েছে। এটিতে মণিপুরি সম্প্রদায়কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’ ২০১৭ সালের বইমেলায় তার প্রথম কবিতার বই ‘নীল ফড়িং কাব্য’ প্রকাশিত হয়। ২০১৮ সাল বের হয় তিনটি বইÑ ‘এপিটাফ’, ‘অসময়ের চিরকুট’ ও ‘ত্রিভুজ’।মেলায় প্রকাশ হচ্ছে নির্মাতা অনিমেষ আইচের দ্বিতীয় উপন্যাস ‘অপরিচিত দুপুর’। তাম্রলিপি প্রকাশনীর ১৪ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি। ‘তারা’ নামে উপন্যাস প্রকাশ করছেন অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা। এটিও তাম্রলিপি প্রকাশনী থেকে বের হচ্ছে। গত মেলায় ভাবনার উপন্যাস ‘গুলনেহার’ বের হয়েছিল। তিনি বলেন, ‘গুলনেহার যারা পড়েছেন, তারা পছন্দ করেছেন। এটি আমার জন্য অপ্রত্যাশিত ছিল। এবারও উপন্যাস লিখলাম। লেখার মধ্য দিয়ে আমি যদি একটা মেয়েকেও উৎসাহিত করতে পারি, সেটাই আমার সফলতা।’তিন বছর ধরে মেলায় পর পর দুটি কবিতা ও একটি উপন্যাস বের করেছেন সংগীতশিল্পী পুতুল। এবারের মেলায় তার দ্বিতীয় উপন্যাস বের হচ্ছে। নাম ‘জোসনা রাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে উঠে না’। তাম্রলিপি প্রকাশনী থেকে বের হচ্ছে উপন্যাসটি। পুতুলের বিশ্বাস, এটি পাঠকের ভালো লাগবে।এই মেলায় আরও প্রকাশ হবে নির্মাতা ইরানী বিশ্বাসের দুটি বই। এর মধ্যে একটি- ‘নাট্য সমগ্র’ ও একটি শিশুতোষ গল্পের বই ‘ইচ্ছে জানালা’। নাট্য সমগ্রটি প্রকাশ করেছে আরোয়া প্রকাশনী। ইরানীর লেখা চারটি নাটক থাকছে এই সমগ্রতে। ইচ্ছে জানালা বইটি প্রকাশ করেছে পদক্ষেপ প্রকাশনী।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...