মরণ কামড় দিতে চাইবেন ইমরুল কায়েস। তবে ভীত নন মাশরাফি বিন মুর্তজা। প্রথম পর্বের মতো কোয়ালিফায়ার ১-এর ম্যাচেও আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে দিতে চাইবে রংপুর রাইডার্স। প্রথম পর্বের খেলা শেষ। বিপিএল ছোট হয়ে এসেছে। সাত দল থেকে এখন শিরোপা রেসে টিকে আছে চার দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুদল (রংপুর-কুমিল্লা) আজ কোয়ালিফায়ার ১-এর ম্যাচে মাঠে নামবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে মাশরাফি-ইমরুলের মধ্যকার ২২ গজের ময়দানি যুদ্ধ। রংপুর রাইডার্সকে হারিয়ে মধুর ‘প্রতিশোধ’ নিতে চাইবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম পর্বে দুবার মুখোমুখি হয়েছিল তারা। দুবারই মাশরাফির দলের সামনে মুখ থুবড়ে পড়ে ইমরুল কায়েসের কুমিল্লা। রংপুর যেন তাদের কাছে ‘আতঙ্কের’ এক নাম! চলমান আসরের প্রথম দেখায় রংপুরের কাছে ৬৩ রানে অলআউট হয়েছিল কুমিল্লা যা এখন পর্যন্ত সর্বনিম্ন দলীয় সংগ্রহ। গত শনিবার মাশরাফিদের কাছে ৭২ রানে গুটিয়ে যায় ইমরুল কায়েসের দল। বিপিএলের ষষ্ঠ আসরে তিনটি সর্বনিম্ন দলীয় রানের ইনিংসের মধ্য কুমিল্লারই দুটি এবং দুবারই কুমিল্লার ত্রাস রংপুর! দেখে নিন এ আসরের তিনটি সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ১. রংপুরের বিপক্ষে কুমিল্লা ৬৮। ২. কুমিল্লার বিপক্ষে সিলেট ৬৮। ৩. রংপুরের বিপক্ষে কুমিল্লা ৭২। শনিবার সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে জানতে চাওয়া হয়েছিল, কুমিল্লাকে সহজ প্রতিপক্ষ বলে মনে হয় কিনা, জবাবে রংপুরের অধিনায়ক বলেন, ‘না। ওরা অনেক ভালো দল।’ পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করে রংপুর। কুমিল্লা আছে দ্বিতীয় স্থানে। ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে দুদল। জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। পরাজিত দলের সামনেও শিরোপানির্ধারণী ম্যাচে খেলার সুযোগ থাকবে। এলিমিনেটর ম্যাচের (চিটাগং-ঢাকা) জয়ী দলের সঙ্গে কোয়ালিফায়ার ২-এর ম্যাচ খেলবে রংপুর ও কুমিল্লার মধ্যকার ম্যাচের পরাজিত দল। রংপুর অনেকটাই নির্ভার। দুবার তারা কুমিল্লাকে হারিয়েছে। এটাই মাশরাফিদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। অন্যদিকে বদলা নেওয়ার ম্যাচ কুমিল্লার। এই ম্যাচে রংপুরকে হারানোর ব্রত করেছেন ইমরুল-তামিমরা! মাশরাফিদের হারিয়ে আজই ফাইনাল নিশ্চিত করতে চায় কুমিল্লা। রংপুর অবশ্য সমীহ করছে কুমিল্লাকে। হেলস ও এবি ডি ভিলিয়ার্সকে ছাড়াই কোয়ালিফায়ার ১-এর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। শনিবার কুমিল্লার বিপক্ষে ম্যাচশেষে মাশরাফি বলেন, ‘কুমিল্লা মোটেও সহজ প্রতিপক্ষ নয়। গুরুত্বপূর্ণ ম্যাচ সত্যিকার অর্থে আসছে সামনে। ভালো যে, আমরা (রংপুর-কুমিল্লা) দুইটা সুযোগ পাব। কুমিল্লা অনেক শক্তিশালী দল। আপনি যদি ভারসাম্যের দিকে যান, খুব শক্তিশালী দল। একই সঙ্গে আমার মনে হয় আমাদের কম্বিনেশনও, শেষ ছয় ম্যাচে আমরা খুব ভালো করেছি। বিশেষ করে টপ অর্ডারে যে চারজন ব্যাটিং করছে, দুইজন এই ফরম্যাটের অলমোস্ট কিং, এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইল। গেইল হয়তোবা বেস্ট ফর্মে এখনো আসেনি। আমরা একটা সময় টুর্নামেন্টে খুব বাজে অবস্থায় ছিলাম। সেমিফাইনালে যেতে পারব কিনা, এ রকম সিচুয়েশনে ছিলাম। ওখান থেকে এই পর্যন্ত আসা মনে করি যে আমাদের দলের জন্য খুব পজিটিভ হয়েছে। ভালো হয়েছে।’ কুমিল্লার হয়ে প্রেস কনফারেন্সে এসেছিলেন এনামুল হক বিজয়। তিনিও রংপুরকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মন্তব্য করেছেন। তবে বিজয় এটাও জানিয়েছেন, রংপুরকে হারানোর সামর্থ্য তাদের আছে এবং কোয়ালিফায়ার ১-এর ম্যাচ জিতে তারা ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মঙ্গলবার মাঠে নামবেন।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...