খালেদা জিয়ার উপস্থিতিতে নাইকো মামলার শুনানি আজ

কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে আজ সোমবার নাইকো দুর্নীতির মামলায় চার্জগঠনের শুনানির দিন ধার্য আছে। ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত এজলাসে এ শুনানি গ্রহণ করবেন।মামলাটিতে এদিন আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং সাবেক সচিব শহীদুল ইসলামের পক্ষে শুনানি শেষ করার পর সাবেক এ প্রধানমন্ত্রীর পক্ষে চার্জ শুনানি শুরু করার কথা রয়েছে। আসামি মওদুদ ও শহীদুল ইলামের পক্ষে এর আগে একাধিক দিন শুনানি অনুষ্ঠিত হয়।২০১৬ সাল থেকে গত বছর ৯ নভেম্বর পর্যন্ত কয়েকটি ধার্য তারিখে মামলাটিতে চার্জগঠনের শুনানি হলেও সম্প্রতি নতুন বিচারক আসায় গত ৩ জানুয়ারি থেকে নতুন করে চার্জগঠনের শুনানি শুরু হয়।২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটির তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার মানহানির দুই মামলায় চার্জগঠনের শুনানি পিছিয়ে ১৯ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। পুরান ঢাকার বকশিবাজারস্থ অস্থায়ী আদালতে গতকাল রবিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মাদ আসাদুজ্জামান নূর আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ঠিক করেন। এদিকে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার শুনানির সময় অন্য মামলায় খালেদা জিয়া কারাগারে রয়েছেন জানিয়ে সময়ের আবেদন করেন।২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ভুয়া জন্মদিনের মামলা করেন। পরে ওই বছর ২৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।