বলিউডে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে #মিটু আন্দোলন। এবার শ্লীলতাহানির অভিযোগ দায়ের হলো বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার সালমান ইউসুফ খানের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল রোববার তাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ জানুয়ারি মুম্বাইয়ের ওশিয়ারা থানায় সালমানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন এক নৃত্যশিল্পী। পুরো বিষয়টি খতিয়ে দেখার পরই রোববার তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই নৃত্যশিল্পীর অভিযোগ, ওশিয়ারা একটি কফি শপে সালমানের সঙ্গে সাক্ষাৎ হয় তার। সেখানেই দুবাইয়ের একটি অনুষ্ঠানে সালমানের সঙ্গে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়। কফি শপ থেকে সালমান তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যান। এ সময় গাড়ির মধ্যেই তাকে আপত্তিকরভাবে স্পর্শ করা হয় বলে দাবি ওই নারীর। ওই শিল্পীর আরও অভিযোগ, তিনি এ সময় প্রতিবাদ করলে সালমান তাকে নাকি বলেছিলেন এ ধরনের ঘটনা বলিউডে ঘটেই থাকে। এফআইআরে আরও বলা হয়েছে, সালমানের ম্যানেজার ওই নারী ও তার ট্রুপকে দুবাইতে পারফর্ম করার জন্য গত বছর ২০ আগস্ট ফোন করেন। নারী নৃত্যশিল্পীর অভিযোগ, দুবাইতে পারফর্ম করতে যাওয়ার পর সালমান ও তার সঙ্গীরা তাদেরসহ আরও বেশ কয়েকজনকে যৌন হেনস্থা করেছেন। এ সময় সালমান আরও একটি শোয়ের প্রস্তাব দিয়ে বাহরাইনের একটি রিসোর্টে রাত কাটানোর প্রস্তাবও দেন। দুবাই বিমানবন্দরে সালমান ওই নৃত্যশিল্পীকে তার ফুপাতো ভাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দেন। এবার গাড়িতে দুবাই ফেরার পথে ফের তাকে খারাপভাবে স্পর্শ করা হয় বলে অভিযোগ নৃত্যশিল্পীর। পরে দুবাই থেকে ফিরেই তিনি অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিলে তাকে ও তার ট্রুপের বেশ কয়েকজনকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সালমান ইউসুফ খান ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ শোয়ের চ্যাম্পিয়ন ছিলেন। বর্তমানে তিনি বলিউডের সফল কোরিওগ্রাফার।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...