চাঞ্চল্যকর রেহেনা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঞ্চল্যকর গৃহবধূ রেহেনা হত্যা মামলার প্রধান আসামি শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত আরও তিনজন আসামি পলাতক রয়েছেন।  ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, যে রাতে রেহেনা নিখোঁজ হয় সে রাতে শাকিল ও তার চার সহযোগী বাড়িতে নেশা করে।  পরে গভীর রাতে তারা রেহেনাকে গলা কেটে হত্যা করে দেহ থেকে দুই হাত এবং স্তন কেটে ফেলে।  এ ঘটনার মামলায় আত্মগোপনে থাকা প্রধান আসামি রেহেনার স্বামী শাকিলকে রোববার রাতে গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে করতোয়া নদীর কচুরীপানার নীচ থেকে রেহেনার পড়নের রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়। এখন হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতিয়ার উদ্ধারে অভিযান চলছে। চাঞ্চল্যকর ও লোমহর্ষক এই হত্যাকান্ডের আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রেখেছে। বাকি আসামিদেরও খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। গত ১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে মদনতাইড় ও কুড়িপাইকা এলাকার মরা করতোয়া নদীর কচুরীপানার নিচ থেকে গৃহবধূ রেহেনার লাশ উদ্ধার করে পুলিশ। লোমমহর্ষক এ হত্যাকান্ডে রেহেনার স্বামী শাকিল মিয়া সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।