নতুন বন্ধুর দেখা পেলেন জয়া আহসান (ভিডিও)

বেড়াতে গিয়ে নতুন বন্ধুর দেখা পেলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রোববার নিজের ফেসবুক পেজে এমনটাই লিখেছেন এই অভিনেত্রী। সঙ্গে প্রকাশ করেছেন ছোট্ট একটি ভিডিও। ভিডিওতে দেখা যায়, বন্ধুর সঙ্গে খেলা করছেন এই অভিনেত্রী। পাঠক হয়তো জানতে চাইবেন, কে এই বন্ধু? তার এ বন্ধু হচ্ছে বিদেশী কুকুর। ভিডিওতে আরও দেখা যায়, দুটি বিদেশী জাতের কুকুরের সঙ্গে খেলা করছেন জয়া। এর মধ্যে একটি মা কুকুর। ফেসবুকে ৩০ হাজারেরও বেশি ভিডিওটি দেখেছেন জয়া ভক্তরা। এদিকে বড় পর্দা কাপিয়ে জয়া অভিনীত সিনেমা ‘দেবী’ এবার মুক্তি পেয়েছে অনলাইন প্লাটফর্ম বায়োস্কোপে। এ ছাড়াও চলতি মাসে পর পর দুদিন ছবিটি দেখানো হবে টিভিতে। পয়লা ফাল্গুন উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি আর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় এটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। অনম বিশ্বাসের পরিচালনায় ‘দেবী’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শবনম ফারিয়া, ইরেশ যাকের, অনিমেষ আইচসহ অনেকে। সরকারি অনুদান নির্মিত এই ছবির প্রযোজনাও করেছেন জয়া।

Berate giye dekha notun ek bondhur shonge..??❤️#puppylove #newfriend #happytime

Posted by Jaya Ahsan on Sunday, 3 February 2019