বিজ্ঞাপনে অরুণা বিশ্বাস

রূপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাসকে এখন নিয়মিতই দেখা যায় ছোটপর্দায়। পাশাপাশি নির্মাতা হিসেবেও দারুণ প্রশংসিত গুণী এই অভিনেত্রী। সম্প্রতি এই অভিনেত্রী অংশ নিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের ডিটারজেন্টের বিজ্ঞাপনে। আজিশা রহমান ইতির চিত্রনাট্যে এটি নির্মাণ করছেন আকাশ আমিন। এ প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, ‘ভালো গল্পের কাজ হলে অভিনয়ে নিয়মিত থাকতে চাই। অনেকদিন পর বিজ্ঞাপনে কাজ করলাম। আশা করি, নতুন বিজ্ঞাপনটি দর্শকদের ভালো লাগবে।’ নির্মাতা আকাশ আমিন বলেন, ‘অরুণা ম্যামের সঙ্গে কাজ করে বেশ আনন্দ পেয়েছি এবং অনেক কিছু শিখেছি। ম্যাম আমাদের অনেক সহযোগিতা করেছেন। সব মিলিয়ে কাজটি অনেক ভালো হয়েছে। এটি নিয়ে আমি বেশ আশাবাদী।’ নির্মাতা জানান, কিছুদিন আগে উত্তরায় বিজ্ঞাপনচিত্রটির শুটিং শেষ হয়েছে। এতে অরুণা বিশ্বাসের পাশাপাশি মডেল হিসেবে আরও ছিলেন চিত্রনায়িকা অরিন, অঞ্জলি ও জিদান। বিজ্ঞাপনচিত্রটির নির্বাহী পরিচালক হিসেবে ছিলেন কাজী সবুজ। চলতি মাসেই বিজ্ঞাপনটি দেশের সবগুলো টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।