মামলা দ্রুত নিষ্পত্তিতে পুলিশকে নজর দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সারা দেশে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা দেখেছি- সাধারণত যে মামলাগুলো করা হয়, তা সময়মতো সম্পন্ন হয় না। যারা মামলাগুলো পরিচালনা করেন তাদের এ বিষয়ে ঘাটতি আছে। আর মামলা হওয়ার পর সেই মামলার ওপরে নজরদারি করা। মামলাটা যাতে সঠিকভাবে তাড়াতাড়ি পরিচালিত হয় সেজন্য আপনাদের উদ্যোগ নেওয়া উচিত।’ তিনি বলেন, ‘মামলার জট কমিয়ে আনতে আলাদা একটি টিম তৈরি করা উচিত। যে মামলার ভাগ্যে কি হলো সেগুলো চললো কী না? আবার দেখা যায়, এফআইআর দিয়ে ফেলে রাখা হয়েছে। আবার কোর্টে গেলেও সেগুলো বছরের পর বছর ধরে আটকে থাকে। এজন্য আপনাদের আলাদা ব্যবস্থা করতে হবে।’ এ সময় পুলিশের দেওয়া মামলাগুলোর যেগুলো নানা জটিলতায় আদালতে ঝুলে আছে সেগুলো দ্রুত নিষ্পত্তি করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন করার পর কেউ কেউ কথা বলেছে। কিন্তু এটা আমরা করেছি মানুষের নিরাপত্তা দিতে, নিরীহ মানুষ আছে, তাদের অধিকার সংরক্ষিত রাখতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘অভ্যন্তরীণ নিরাপত্তা আর সামাজিক শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী র গৌরব ধরে রাখতে হবে।পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে নানা সংকট মোকাবেলা করেছে। পুলিশের কী কী দরকার চাওয়ার আগেই তা পূরণ করেছে সরকার।’ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং সাইবার ক্রাইমের বিষয়ে পুলিশকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...