রাজধানীর উত্তরায় শুটিংয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসের চাপায় মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম ফাইজা তাহসিনা সূচি (১০)। আজ মঙ্গলবার সকালে উত্তরা দিয়াবাড়িতে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। একটি মাইক্রোবাস সূচিকে চাপা দিলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সূচি দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক ফাইজুল ইসলামের মেয়ে। তুরাগ থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বলেন, ‘ভোরে স্কুলে যাওয়ার সময় শিশুটিকে একটি মাইক্রোবাস চাপা দেয়। পথচারীরা উদ্ধার করে তাকে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ ঘটনার পর থেকে মাইক্রোবাসটির চালকসহ আরও যারা ছিল তারা পলাতক রয়েছে। তবে মাইক্রোবাসটি আটক করে পুলিশ থানায় নিয়ে এসেছে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...