আজ সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন। দিনটি ঘিরে প্রথম প্রহর থেকেই শুভাকাঙ্ক্ষীরা বাপ্পাকে শুভেচ্ছা জানিয়ে আসছেন। তবে স্ত্রী তানিয়া হোসাইনের উপহার পেয়ে ভাষাহীন হয়ে পড়েন বাপ্পা। এমন কী ছিল সেই উপহার? বাপ্পা মজুমদার বলেন, ‘স্ত্রী তানিয়ার উপহার পেয়ে সত্যি আমি ভাষাহীন হয়ে পড়ি। বেশ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে ছিলাম। মুখে কোনো কথা ছিল না। এখনও এই আনন্দ বলে বোঝানো যাবে না।’ বাপ্পা বলেন, ‘আমার স্ত্রী বেশ ভালো করে জানে, আমি সুরের সঙ্গে খেলা করতে পছন্দ করি। পিয়ানোর প্রতি আমার আলাদা এক ভালোলাগা আছে। তানিয়া জন্মদিন উপলক্ষে আমাকে একটি পিয়ানো উপহার দেয়।’

চমকের বর্ণনা দিতে গিয়ে এই সংগীত শিল্পী বলেন, ‘রাত ১২টার পর চোখ বেঁধে আমাকে পিয়ানো থাকা সেই ঘরে নিয়ে যাওয়া হয়। চোখ খুলে পিয়ানো দেখে আমি তো রীতিমত অবাক। সত্যি, বলার কোনো ভাষা ছিল না। আমার কাছে আশ্চর্য লেগেছে, এত বড় একটা জিনিস আমার চোখের আড়ালে কীভাবে ঘরে আসলো। কতটা সতর্কতার সঙ্গে পুরো বিষয়টি সম্পন্ন করা হয়েছে। স্ত্রীর এমন উপহারে সত্যি আমি দারুণ খুশি।’ এদিকে, সংগীতশিল্পী বাপ্পা মজুমদার বর্তমানে ব্যস্ত আছেন স্টেজ শো নিয়ে। এছাড়াও তিনি টুকটাক করে এগিয়ে নিচ্ছেন নতুন গানের কাজ।