বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০১৯ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফয়জুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। একুশে পদক প্রাপ্তরা হলেন- মরনোত্তর অধ্যাপক হালিমা খাতুন (ভাষা আন্দোলন), অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু (ভাষা আন্দোলন), অধ্যাপক মনোয়ারা ইসলাম (ভাষা আন্দোলন), সুবীর নন্দী (শিল্পকলা-সংগীত), মরহুম আজম খান (শিল্পকলা-সঙ্গীত), খায়রুল আনাম শাকিল (শিল্পকলা-সংগীত), লাকী আনাম (শিল্পকলা-সংগীত), সুবর্ণা মুস্তাফা (শিল্পকলা-অভিনয়), লিয়াকত আলী লাকী (শিল্পকলা-অভিনয়), সাইদা খানম (শিল্পকলা-আলোকচিত্র), জামাল উদ্দিন আহমেদ (শিল্পকলা-চারুকলা) ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য (মুক্তিযুদ্ধ), ডক্টর বিশ্বজিৎ ঘোষ (গবেষণা), ড. মাহবুবুল হক (গবেষণা) ডক্টর প্রণব কুমার বড়ূয়া (শিক্ষা), রিজিয়া রহমান (ভাষা ও সাহিত্য), ইমদাদুল হক মিলন (ভাষা ও সাহিত্য), অসীম সাহা (ভাষা ও সাহিত্য), আনোয়ারা সৈয়দ হক (ভাষা ও সাহিত্য) মইনুল আহসান সাবের (ভাষা ও সাহিত্য) এবং হরিশংকর জলদাস (ভাষা ও সাহিত্য)।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...