কুড়িগ্রামে এইচএসসি শিক্ষার্থীর পা বাঁধা লাশ উদ্ধার

কুড়িগ্রাম শহরের পৌর এলাকার পূর্ব কামারপাড়া গ্রাম থেকে বুধবার সকালে হাবিবুর রহমান নামে এক এইচএসসি শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হাবিবুর রহমান কুড়িগ্রাম শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং চিলমারী উপজেলার ঢুসমারা থানার গোয়ালের চর গ্রামের আবুল হোসেনের ছেলে। হাবিবুর স্থানীয় আদালতে মহুরির কাজ করতো। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান জানান, হাবিবুর পৌর এলাকার কামারপাড়ার সুরুজ্জামান নামে এক ব্যক্তির বাড়িতে থাকতো। কে বা কারা পা বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার পকেট থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।