চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন পুলিশের এক কনস্টেবল। গতকাল মঙ্গলবার গভীর রাতে ভারতের রাজস্থানের জয়পুরে ঘটেছে এ ঘটনা। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ লাইনের ওই কর্মীর নাম অজয় সিংহ চৌধুরী। ঘটনাস্থল থেকে এই সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। সেখানে হিন্দিতে স্পষ্টভাবে যা লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ তবে কেন তিনি এই চূড়ান্ত পদক্ষেপ নিলেন, তা নিয়ে সন্দিহান তার আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবরাও। কেউ কিছুই আন্দাজ করতে পারছেন না। প্রত্যেকেই ঘোর অন্ধকারে রয়েছেন। পুলিশ জানিয়েছে, অজয়ের মৃতদেহটি ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। কেন আত্মহত্যা করলেন তিনি, তা জানার জন্য অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখছে সব গুরুত্বপূর্ণ দিক।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...