বলিউডের দুই মেগা স্টার শাহরুখ খান ও অক্ষয় কুমারকে একসঙ্গে পর্দায় দেখার ইচ্ছা যেন অনেকটা অসম্ভব হয়ে গেল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন শাহরুখ। জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখকে প্রশ্ন করা হয়, অক্ষয় কুমার তো আপনার বিশেষ বন্ধু। তাহলে অক্ষয়ের সঙ্গে আপনাকে পর্দায় দেখা যাবে কি? উত্তরে শাহরুখ জানান, ‘অক্ষয়ের সঙ্গে কাজ মানেই দারুণ মজা। কারণ আমাদের তো দেখাই হবে না।’ কারণ জানতে চাওয়ায় বলিউড বাদশা বলেন, ‘অক্ষয় খুব সকালে ঘুম থেকে ওঠে। ওর দিন শুরু হয় অনেকটা আগে। আর যখন ও কাজ শুরু করে তখন আমি ঘুমোতে যাই। রাত জেগে কাজ আমার বেশি পছন্দের। তাই কোনদিনই আমাদের সময় এক হবে না। তবে আমি অক্ষয়ের মতো কাজ এবং অক্ষয়ের সঙ্গে কাজ করতে চাই।’ শাহরুখ খান সাধারণত শোবিজ পার্টি এবং অনুষ্ঠানে সবার শেষে আসেন। শো ‘কফি উইথ করণ’ এর সাম্প্রতিক পর্বে রণবীর সিং ও অক্ষয় উপস্থিত ছিলেন। সেখানে রণবীর বলেন, ‘যত তাড়াতাড়ি চেষ্টা করুন, তবুও শাহরুখ সূর্য উঠার আগে পর্যন্ত আপনার সঙ্গে মদ খেতে রাজি। পার্টি মাঝে ছেড়ে বেরোবেনই না।’ শাহরুখের ১৯৯৭ সালের ‘দিল তো পাগল হ্যায়’ ছবিতে একটি বিশেষ ভূমিকায় অক্ষয়কে দেখা গিয়েছিল। মাধুরী দীক্ষিতের বাগদত্তার ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। এ ছাড়া অক্ষয়ের ২০০৭ সালের ‘হে বেবি’ ছবির একটি গানে শাহরুখের বিশেষ উপস্থিতি ছিল।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...