পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পূত্রবধূকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত শ্বশুর নুর ইসলাম বেপারীকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করায় তার শ্বশুরকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার থেকে জানা যায়, বরিশালের উজিপুর উপজেলার বাসিন্দা নুর ইসলাম বেপারী তার ছেলের সঙ্গে কয়েকবছর আগে সামাজিকভাকে বিয়ে দেন ভুক্তভোগী ওই নারীর সঙ্গে। বিয়ের পর থেকেই তিনি তার পুত্রবধূকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন। এ সময়ের মধ্যেই তিনি একবার তার ছেলের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এরপরে ভুক্তভোগী ওই নারী তার বাবার বাড়ি চলে আসেন। পরে তাকে বাড়ি ফিরিয়ে নিতে এসে গত সোমবার রাতে আবারও ধর্ষণের চেষ্টা করেন নুর ইসলাম বেপারী। আজ সকালে তার বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী। পরে নুর ইসলাম বেপারীকে গ্রেপ্তার করে পুলিশ। আগাইলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজার হোসেন জানান, ওই নারীকে দুইবার ধর্ষণের চেষ্টা করেন তার শ্বশুর। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা দায়ের করায় নুর ইসলাম বেপারী গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।