আপনি যদি এটা পড়ে থাকেন, তবে আপনি আমার মানুষটিকে অনেকক্ষণ ধরে দেখছেন। হাই আমি হলি, তার গার্লফ্রেন্ড!।’ নিজের বয়ফ্রেন্ডের (প্রেমিক) টি-শার্টে এমনই বার্তা লিখে অন্য নারীদের সতর্ক করেছেন প্রেমিকা। হলি ককেরিল নামে যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টারের ওই তরুণী তার প্রেমিক কার্ল হেনানের জন্য একটি টি-শার্ট তৈরি করেছেন। কারণ যখন রাতে তার প্রেমিক পুরুষটি ঘরের বাইরে যাবে তখন নারীরা যাতে জানতে পারে তার একটি প্রেমের সম্পর্ক রয়েছে। বয়ফ্রেন্ডের গায়েপরা ওই টি-শার্টের ছবি টুইটারে শেয়ার করেছেন হলি। হলির পোজ দেওয়া ওই টি-শার্টে নিচে আরও লেখা- ‘ঠিক এভাবে আমি দেখতাম, যদি আমি এখানে থাকতাম’ তবে টি-শার্ট পড়া ওই ছবিতে কার্লকে স্পষ্টভাবে খুব বিরক্ত দেখাচ্ছে এবং তার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। এদিকে এই ছবিটি টুইটারে শেয়ার করার পর অনেকে নানা ধরণের মন্তব্য করেছেন। প্রেমিক কার্ল নিজেও লিখেছেন, ‘বেব, আজ রাতে সত্যিই আমি এ বেকুব মার্কা টপটি পরতে চাই না।’ জবাবে হলি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘না, এটি তুমি সব সময় পরবে, এমনকি পরিবারের কাছের মানুষের কাছে যাওয়ার সময়ও।‘
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...