প্রেমিকের সঙ্গে অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স বাগদান সেরেছেন বলে গুঞ্জন ওঠেছে। হাতে রিং পড়া ২৮ বছর বয়সী এই অভিনেত্রীকে গত সপ্তাহ রাতে তার প্রেমিক আর্ট ডিলার ম্যারোনির সঙ্গে দেখা যায়। আর এর পরেই বাগদানের এ গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত বিয়ের তারিখ ঘোষণা করেনি বিশ্বের সবচেয়ে দামি এ অভিনেত্রী। মার্কিন গণমাধ্যম জানায়, গত বছর দীর্ঘ দিনের বন্ধু লউরা সিম্পসনের সঙ্গে দেখা হয় জেনিফারের। তখন ম্যারোনির সঙ্গে পরিচয় হয় জেনিফারের। মাত্র ২২ বছর বয়সে মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স ২০১২ সালে রোমান্টিক কমেডি ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ছবিতে অভিনয় করেন। এ ছবিতে অভিনয়ের সুবাদে দর্শকপ্রিয়তার পাশাপাশি ৭০তম গোল্ডেন গ্লোবের আসরে জেনিফার লরেন্স কমেডি ও মিউজিক্যালে সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে পুরস্কার জেতেন। পাশাপাশি অস্কারের ৮৫তম আসরে ‘সিলভার লাইনিংস প্লেবুক’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও জেতেন মার্কিন এই অভিনেত্রী। এর আগে অভিনেতা নিকোলাস হল্ট ও চলচ্চিত্র নির্মাতা ড্যারেন আরোনফস্কির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জেনিফার লরেন্স।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...