বিজ্ঞাপন দিয়েও কাজের মানুষ পাওয়া যায় না : সমাজকল্যাণমন্ত্রী

আগে দরিদ্র মানুষ বাড়িতে কাজের জন্য বসে থাকতো, এখন বাসায় কাজ করার জন্য বিজ্ঞাপন দিয়েও মানুষ পাওয়া যায় না বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আজ বুধবার সকালে রাজধানীর ইস্কাটনে জাতীয় সমাজকল্যাণ পরিষদে ‘জাতীয় সমাজকল্যাণ পরিষদের ৪৪তম পরিষদ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের গত ১০ বছরের বিস্ময়কর উন্নয়ন দেখে এক সময়ের তলাবিহীন ঝুড়ি বলা দেশগুলো এখন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। বাংলাদেশের এখন কোথাও মঙ্গা নাই। ক্ষুধা বা দারিদ্র্যের কারণে দেশের কোথাও একটি মানুষও মারা যায়নি। আগে দরিদ্র মানুষেরা মানুষের বাড়িতে কাজের জন্য বসে থাকতো, এখন বাসায় কাজ করার জন্য বিজ্ঞাপন দিয়েও মানুষ পাওয়া যায় না।’ তবে কিছু মানুষ ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত থাকলেও তারা দারিদ্র্যের কারণে ভিক্ষুক নয় জানিয়ে নুরুজ্জামান আহমেদ বলেন, ‘দেশের কিছু এলাকায় কিছু মানুষ এখনো ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত আছে সত্য। তবে এই ভিক্ষুকরা দরিদ্রের কারণে ভিক্ষুক নয়, এরা ভিক্ষাকে ব্যবসায়িক পেশা হিসেবে বেছে নিয়েছে। ঢাকার গুলশান, এয়ারপোর্ট, ধানমন্ডি, বেইলি রোডসহ বিদেশি পর্যটন এলাকা আমরা ভিক্ষুকমুক্ত করেছি। শিগগিরই গোটা দেশকেই ভিক্ষুকমুক্ত করা হবে।’ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে প্রতিটি পিছিয়ে থাকা মানুষকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে বলেও জানান তিনি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তিনি বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাজেট আগের থেকে প্রায় দ্বিগুণ করা হয়েছে। এখন আমাদের কাজ হবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে নিয়ে আসা এবং তাদের জন্য কর্মসংস্থান করা।’ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব এটিএম নাসির মিয়ার উপস্থাপনায় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজের সভাপতিত্বে সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত সদস্যবৃন্দ বক্তব্য দেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। সভায় ‘নারী ঐক্য পরিষদ’ নামে একটি প্রতিষ্ঠানকে জাতীয় পরিষদের স্বীকৃতি দেওয়া হয়। সভার সদস্যগণ দেশের বিভিন্ন কারাগারে থাকা বন্দিদের জন্য ট্রেনিং বৃদ্ধি করা,ভিক্ষাবৃত্তি বন্ধকরণ,চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং দুস্থ অসহায়দের সহায়তা বৃদ্ধিকরণ নিয়ে আলোচনা করেন।