সর্বভারতীয় কংগ্রেসের রাজনীতিতে পূর্ণোদ্যোম নিয়ে মাঠে নামছেন প্রিয়াংকা গান্ধী। গত সোমবার বিদেশ সফর শেষে দেশে ফিরেই কংগ্রেস সভাপতি ও তার ভাই রাহুল গান্ধীর সঙ্গে দলীয় কার্যালয়ে বৈঠক করেন। ওই দিনই আকবর রোডের প্রধান কার্যালয়ের একটি কক্ষ বরাদ্দ হয় প্রিয়াংকার নামে। ইতোমধ্যে নামফলকও বসেছে। আর কক্ষটি রাহুল গান্ধীর রুমের পাশেই। এ সময় এই কক্ষটি ব্যবহার করতেন রাহুল নিজে। সেই সময় তিনি ছিলেন দলের সাধারণ সম্পাদক। রাজনৈতিক কর্মকা-ের রিপোর্ট করতেন মা সোনিয়া গান্ধীকে। এখন সেই দায়িত্ব পাচ্ছেন প্রিয়াংকা গান্ধী। ইতোমধ্যে লোকসভা নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশের অর্ধেকের দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়াংকাকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রিয়াংকা গান্ধী এবার কংগ্রেসের ‘ট্রাম্প কার্ড’। নির্বাচনের হাওয়া নিজেদের দিকে আনতে তার ইমেজ কাজে লাগাবে কংগ্রেস। এনডিটিভি।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...