স্বচ্ছতার সঙ্গে কাজ না করলে ঠিকানা জেলখানা : গণপূর্তমন্ত্রী

রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িতরা শতভাগ স্বচ্ছতা নিয়ে কাজ না করলে তাদের ঠিকানা জেলখানায় হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। আজ বুধবার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত রিহ্যাব মেলা-২০১৯ এর উদ্বোধনের সময় তিনি একথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। গণপূর্তমন্ত্রী বলেন, ‘শতভাগ স্বচ্ছতা নিয়ে আপনাদের কাজ করতে হবে। যারা এর বাইরে যাবেন তাদের ঠিকানা হবে জেলখানায়।’ কিছু অসাধু ব্যবসায়ী বেআইনিভাবে ভবন নির্মাণ করেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের কিছু অসাধু কর্মকর্তা আছেন। যখন বেআইনিভাবে ভবন নির্মাণ করা হয় তারা তখন তা দেখেন না। আর রাজউক যখন বেআইনিভাবে নির্মিত ভবন ভাঙতে যায় তখন কষ্টের টাকায় কেনা গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হন।’ এ সময় নাগরিকের আবাসন নিশ্চিত করা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ছিল বলেও জানান রেজাউল করিম। তিনি বলেন, ‘আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল নাগরিকের আবাসন নিশ্চিত করা। এরই মধ্যে বেসরকারিভাবে দুই লাখ ফ্ল্যাট ও ৭০ হাজার প্লট গ্রাহকের মধ্যে হস্তান্তর হয়েছে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন। এ সময় উপস্থিত ছিলেন-রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া, সিনিয়র সহসভাপতি ও সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন প্রমুখ।