স্বামীর সঙ্গে ঝগড়ার পর মৃত্যু, স্ত্রীর পরিবার বলছে খুন

মেয়েকে বকাঝকা করার কারণে স্ত্রীকে চড় দিয়েছিলেন স্বামী। অভিমানে চালে দেওয়ার বিষাক্ত ট্যাবলেট খেয়ে ফেলেন শাহনাজ বেগম (৩০) নামে ওই নারী। পরে মৃত্যু হয় তার। ঘটনাটি খুলনার বামনা উপজেলার। আজ বুধবার সকালে উপজেলার রামনা গ্রামে এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় স্বামী মো. রাসেল মিয়াকে (৪২) দোষারোপ করছে ওই নারীর পরিবার। তাদের ভাষ্য, শাহনাজকে খুন করে তার আত্মহত্যার নাটক সাজিয়েছেন রাসেল।জানা গেছে, মেয়ে রেশমাকে বকাঝকা করার কারণে শাহনাজের সঙ্গে ঝগড়া করেন রাসেল। পরে রেগে গিয়ে স্ত্রীকে চড়-থাপ্পড় দেন তিনি। এতে অভিমান করে নিজের ঘরে গিয়ে চালে দেওয়ার বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শাহনাজ। পরে রাসেল মিয়াসহ পরিবারের লোকজন তাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শাহনাজকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে রাসেলের সঙ্গে কথা হলে তিনি আমাদের সময়কে একই তথ্য দেন। তবে শাহনাজের মা মানসুরা বেগম এবং দুই ভাই চুন্নু ও নান্না মিয়া অভিযোগ করে জানান, রাসেল নিজেই শাহনাজকে হত্যা করে তার আত্মহত্যার নাটক সাজিয়েছে। তারা এর ন্যায় বিচার চান।চুন্নু ও নান্না মিয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শাহনাজের মরদেহ উদ্ধার করে বরগুনার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেওয়াজ আমাদের সময়কে জানান, শাহনাজের মরদেহ বরগুনার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।