আবারও ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। এতে তিন সপ্তাহের জন্যে মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। ফলে আজ শনিবার নিউজিল্যান্ডে যাওয়ার কথা থাকলেও সেখানে যেতে পারছেন না সাকিব। শুক্রবার বিপিএলের ফাইনাল ম্যাচে আঙুলে চোট পান সাকিব। একাদশ ওভারের পঞ্চম বলে থিসারা পেরেরার শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে বল লাগে গ্লাভসে। তখনই চোট পান বাঁহাতের অনামিকায়। ম্যাচের পর স্ক্যান করানো হয়। ধরা পড়ে আঙুলে চিড়।বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ দল। তবে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাকিবকে যে সময়ের বিশ্রাম দিয়েছেন তাতে টেস্ট সিরিজেও তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম ওয়ানডে আগামী বুধবার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ ২০ হবে ফেব্রুয়ারি। এর পর প্রথম টেস্ট শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে, দ্বিতীয়টি ৮ মার্চ থেকে। এর পর ১৬ মার্চ থেকে শুরু হবে তৃতীয় টেস্ট ম্যাচ। এর আগে গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পেয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। খেলতে পারেননি দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজসহ বেশ কয়েকটি ম্যাচ।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...