ক্যানসার যে মারণব্যাধি। এটির ধরন অনেক। নানা কারণে শরীরের বিভিন্ন অঙ্গ আক্রান্ত করতে পারে এটি। কিডনিও তাতে বাদ যায় না। এ ক্ষেত্রে কিডনির কোষের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। প্রাপ্তবয়স্করা সাধারণত রেনাল টিউবিউলে সৃষ্ট রেনাল সেল কারসিনোমা নামক এক ধরনের কিডনির ক্যানসারে আক্রান্ত হয়ে থাকেন।সার্জারির মাধ্যমে এ রোগের প্রাথমিক চিকিৎসা করা হয়। রেডিয়েশন থেরাপি ও কেমোথেরাপির মাধ্যমে রেনাল সেল কারসিনোমার চিকিৎসা সম্ভব হয় না। তবে কিছু ক্ষেত্রে ইমিউনো থেরাপি কাজ করতে পারে। বংশের কারো কিডনির ক্যানসারের ইতিহাস থাকা, উচ্চ রক্তচাপ, ধূমপান, অতিরিক্ত ওজন ও ডায়ালিসিসযুক্ত চিকিৎসা গ্রহণ কিডনির ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। শিশুরা সাধারণত উইলমা টিউমার নামক এক ধরনের কিডনির ক্যানসারে আক্রান্ত হয়ে থাকে।রেনাল সেল কারসিনোমার কারণ স্পষ্ট নয়। তবে কিছু কিডনির কোষের ডিএনএ-তে রূপান্তর (মিউটেশন) ঘটলে কিডনির ক্যানসার হয়ে থাকে। এ মিউটেশন কোষগুলো দ্রুত বৃদ্ধি ও বিভক্ত হওয়ার জন্য সংকেত প্রদান করে। এ অস্বাভাবিক কোষগুলো টিউমারের সৃষ্টি করে, যা কিডনির বাইরেও প্রসারিত হতে পারে। এর মধ্যে কিছু কোষ বিস্তৃত হয় এবং শরীরের দূরবর্তী অংশেও ছড়িয়ে পড়তে পারে।লক্ষণ : কিডনি ফুলে যায়, প্রস্রাব আটকে যেতে পারে, প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে, প্রস্টেটের বিভিন্ন সমস্যা, রাতে অতিরিক্ত মূত্রত্যাগ, অনৈচ্ছিক মূত্রত্যাগ, হৃদস্পন্দন বেড়ে যায়, গলা দিয়ে তরল নির্গত হয়ে থাকে, কুঁচকি ফুলে যায়, মল দেখতে অস্বাভাবিক লাগা, বিছানায় মূত্রত্যাগ ইত্যাদি। এ রোগ থেকে দূরে থাকা সম্ভব।ধূমপান ত্যাগ করা : ধূমপানের অভ্যাস থাকলে তা ত্যাগ করতে হবে। ছাড়া সম্ভব না হলে এ ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।ফল ও শাকসবজি গ্রহণ : খাদ্যতালিকায় বেশি বেশি ফল ও শাকসবজি রাখুন। বিভিন্ন ধরনের ফল ও শাকসবজি গ্রহণ করলে প্রয়োজনীয় সব নিউট্রিয়েন্ট পেতে সাহায্য করবে।ওজন নিয়ন্ত্রণ : শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ওজন বেশি হলে কম ক্যালরিযুক্ত খাবার গ্রহণ করতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। ওজন কমানোর অন্যান্য পদ্ধতি সম্পর্কে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ : উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়ন্ত্রণে আনতে হবে। নিয়ন্ত্রণের পদ্ধতি নিয়ে আলোচনা করতে পারেন চিকিৎসকের সঙ্গে। ব্যায়াম, ওজন কমানো এবং খাদ্যাভ্যাস এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারো ক্ষেত্রে ওষুধ গ্রহণেরও প্রয়োজন হতে পারে।লেখক : মেডিক্যাল অনকোলজি অ্যান্ড ক্যানসার রোগ বিশেষজ্ঞ,সহকারী অধ্যাপক, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকাচেম্বার : ল্যাব এইড, পল্লবী, সেকশন-৭মিরপুর, ঢাকা০১৮১৯৪৯২৪২৩, ০১৯৮৮১১০৪১৮
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...