চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা, ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত

উপজেলা নির্বাচনের জন্য প্রথম ধাপে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রথম ধাপে ৮৭ জেলায় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। তিনি জানান, ‘ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ কাউকে মনোনয়ন দেবে না। উন্মুক্ত নির্বাচন করতে পারবেন দলের যে কেউ। ’ এর আগে বেশ কয়েকদিন ধরে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে চলে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার কার্যক্রম।