‘ছবিতে কমেডির নামে ভাঁড়ামি করা হয়নি’

চিত্রনায়ক কায়েস আরজু। গতকাল সারাদেশের ৪৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’। এই ছবি ও বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি।

এখন (গতকাল বিকাল ৪টা) কোথায় আছেন?মাত্র ঢাকার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতা থেকে বের হলাম। এখন যাচ্ছি বলাকায়। আমার সঙ্গে ছবির পরিচালক শামীমুল ইসলাম শামীম আছেন।

প্রেক্ষাগৃহ কি দর্শকে পূর্ণ ছিল?না। এটা হল মালিকরা আগে থেকেই বলেছেন- আজ (গতকাল) বিপিএল ফাইনাল, বাণিজ্যমেলার শেষ ও একুশে গ্রন্থমেলার প্রথম শুক্রবার। তাই দর্শক কিছুটা কম হবে। তবে যত কম আশা করেছিলাম, এসে দেখি দর্শক তার থেকে অনেক বেশি আছে।

ছবিটি দেখে দর্শক প্রতিক্রিয়া কেমন দেখলেন?সবাই হাসছে!

হাসছে কেন?আমাদের এই ছবিটি কমেডি-রোমান্টিক ধাঁচের। এর প্রতিটি সংলাপই হাস্যরসাত্মক। তাই দর্শক প্রতিটি দৃশ্যেই উপভোগ করছে। সত্যি বলতে দর্শক এখন ছবি দেখে হাসতে চান। তবে ভাঁড়ামি পছন্দ করেন না। আর আমাদের ছবিতে কমেডির নামে ভাঁড়ামি করা হয়নি।

সারাদেশের কী খবর?সারাদেশ থেকেই খবর নিয়েছি। প্রেক্ষাগৃহের মালিকরা বলছেন, দর্শক ছবিটি পছন্দ করেছেন। অনেক দর্শক নাকি মন্তব্য করেছেন, এমন মজার ছবি আগে দেখেনি।

ভালো একটি ছবি মুক্তির জন্য তিন বছর অপেক্ষা করেছেন। তাহলে এই অপেক্ষা বিফলে যায়নি?আমার অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পেয়েছিল তিন বছর আগে। এর মধ্যে অনেক ছবির প্রস্তাব এসেছে, কিন্তু কাজ করিনি। সবাইকে বলেছি, আমার প্রেম আমার প্রিয়া মুক্তি পাক তারপর অন্য ছবির কাজে হাত দিব। কারণ এই ছবিটি দেখে দর্শক কী বলেন, তার ওপর আমার পরবর্তী কাজের ধরন নির্ভর করবে। যেহেতু প্রথম দিনে ছবিটি দর্শক গ্রহণ করেছেন, তাই এখন থেকে একটু বুঝেশুনেই কাজ করতে হবে।

মানে আগামীদিনে আপনি এ ধরনের কাজই বেশি করবেন?সব সময় যে কমেডি ধাঁচের ছবিতে কাজ করব সে রকম নয়। তবে মৌলিক গল্পের ছবিতে কাজ করব এটা বলতে পারি। আমাদের প্রচুর গল্প আছে সেগুলোতেই কাজ করতে চাই।