বসন্তের শুরুতেই বৃষ্টির আভাস

কয়েকদিন পর শুরু হবে বসন্ত। কিন্তু ঋতুরাজ বসন্তের আগমন হতে না হতেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলা হয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে, সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই আকাশ মেঘলা ছিল। দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। শুক্রবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার থেকে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।