বিপিএলে রাজত্ব দেশি ক্রিকেটারদের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পর্দা নেমেছে গতকাল শুক্রবার রাতে। ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএলের ট্রফি ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফ্র্যাঞ্চাইজিটি দুবার ফাইনালে উঠে দুবারই চ্যাম্পিয়ন হয় তারা।  এর আগে মাশরাফির নেতৃত্বে, এবার ইমরুল কায়েসের নেতৃত্বে। খেলা শেষে এখন চলছে হিসেবের কাটাছেঁড়া। কোন ক্রিকেটার সেরা, কার ব্যাট থেকে এসেছে বেশি রান, কার বোলিংয়ে নাজেহাল ছিলেন ব্যাটসম্যানরা। তবে এবার ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দেশি ক্রিকেটাররা দাপট দেখিয়েছেন সমানতালে। যদিও ব্যাটিংয়ে সবার ওপরে বিদেশি, কিন্তু সেরা ১০ ব্যাটসম্যানের মধ্যে পাঁচজন বাংলাদেশেরই। এবারের আসরে ক্রিকেটের অনেক বড় বড় তারকারা খেলেছেন। ডি-ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার কিংবা অ্যালেক্স হেলস ও শহীদ আফ্রিদি। ডি ভিলিয়ার্স, হেলস, স্মিথ ও ওয়ার্নাররা শেষ পর্যন্ত খেললে ব্যাটিংয়ে হয়তো আরও অনেক কিছু দেখতো পেতো বিপিএল। যত ম্যাচেই খেলেছেন আলো কেড়েছেন তারা। ৫৫৮ রান নিয়ে সবার ওপরে অবস্থান করছেন রিলে রুশো। দক্ষিণ আফ্রিকান এ বাঁহাতি ব্যাটসম্যান রংপুরের হয়ে খেলেছেন দারুণ। গতবার খুলনার হয়ে ফ্লপ থাকলেও এবার ছিলেন ধারাবাহিক। ফাইনালে ঢাকার বিপক্ষে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ১৪১ রান করে ৪৬৭ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তামিম ইকবাল। তার পরেই আছেন চিটাগং ভাইকিংসকে নেতৃত্ব দেওয়া মুশফিক। তার ব্যাট থেকে আসে ৪২৬ রান। সিলেট সিক্সার্সের ক্যারিবীয় বাঁহাতি ব্যাটসম্যান নিকোলাস পুরাণ ৩৭৯ রান করে চার নম্বরে আর রাজশাহীর হয়ে খেলা লরি ইভান্স ৩৩৯ রান করে আছেন পাঁচ নম্বরে। এ ছাড়া দেশি ক্রিকেটারদের মধ্যে রনি তালুকদার (৩১৭), ইয়াসীর আলী (৩০৭) ও সাকিব আল হাসান (৩০১) আছেন সেরা দশে।