বিশ্বে আইসিটি সেক্টরে লিজেন্ড হবে বাংলাদেশ : পলক

 

আগামীতে বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ক্ষেত্রে বাংলাদেশকে লিজেন্ড হিসেবে ধরা হবে বলে জানিয়েছেন তথ্য ও যেগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ শনিবার সকালে কক্সবাজার শহরের ‘তড়িৎ, কম্পিউটার কৌশল ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলক একথা বলেন। তিন দিনব্যাপী এই সম্মেলন আয়োজন করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীতে বিশ্বে আইসিটি সেক্টরে লিজেন্ড হবে বাংলাদেশ। সে লক্ষ্যে ২০২১ সালকে টার্গেট করে আমরা এগিয়ে যাচ্ছি। সময় এসেছে মেধাভিত্তিক অর্থনীতির ওপরে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার।’  জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ‘আজ থেকে ১০ বছর আগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫৬ লাখ। আর এখন ৯ কোটি ৬০ লাখ। সরকারের কোনো দপ্তরে ডিজিটাল সার্ভিস ছিল না। এখন পাঁচ শতাধিক সেক্টরে অটোমেটিক সার্ভিস চালু করা হয়েছে। আইটি সেক্টরে কোনো কর্মসংস্থান ছিল না। এখন এ সেক্টরে প্রায় ১০ লাখ মানুষ কাজ করছে।’ আগামী ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি এলাকাকে ডিজিটাল হাইস্পিড ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ইনফরমেশন কমেউনিকেশ নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গ্রাম পর্যায়ে চলে গেছে। প্রায় ৩৮ শত ইউনিয়নে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে হাইস্পিড ইন্টারনেট ব্রড ব্যাংক পৌঁছে দেওয়া হয়েছে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের অধ্যাপক চেয়ারম্যান আবদুল মান্নান, চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং আইইইই’র চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ।