বিয়ের ৩ মিনিটের মাথায় বিচ্ছেদ!

বিয়ের করার তিন মিনিটের মাথায় কুয়েতের এক নববধূ বিচ্ছেদের আবেদন করেছেন। বিয়ের পর পরই বিবাহিতা স্ত্রীকে নির্বোধ সম্বোধন করায় তাৎক্ষণিকভাবে বিচ্ছেদের এই সিদ্ধান্ত নেন ওই নারী। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ সংস্থা মিডিল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, কুয়েতের ইতিহাসের সবচেয়ে ক্ষণস্থায়ী বিয়ে এটি। বিয়ে রেজিস্ট্রি হওয়ার পর ঘর থেকে বের হওয়ার সময় দরজায় বাড়ি খান ওই নববধূ। কিন্তু এ ঘটনার পর তার স্বামী তাকে ‘স্টুপিড’ বলে সম্বধোন করেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে এমন সিদ্ধান্ত নেন ওই নারী। তবে এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। একজন লিখেছেন, বিয়ে ভেঙে দেওয়ার এ সিদ্ধান্ত সঠিক হয়েছে। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, যে বর বিয়ের পরপরই এমন আচরণ করতে পারে, তার সঙ্গে না থাকাটাই ভালো!