কাজের ভিসায় মালয়েশিয়ায় যাওয়া মানুষগুলোকে কোনো না কোনো ভাবে ফাঁদে ফেলার চেষ্টা করে মোশাররফ করিম ও শহীদুল্লাহ সবুজ। বিভিন্ন মানুষের কাছে নানাভাবে হাজির হন তারা। একটা সময় দেখা যায়, ফাঁদে ফেলতে গিয়ে দুজনই মানবিক তাড়নায় মানুষের সমস্যা সমাধান করা শুরু করেন। প্রতারকরা হয়ে উঠেন উপকারী বন্ধু। এটি বাস্তবে নয়, রায়হান খানের ধারাবাহিক ‘বৃহস্পতি তুঙ্গে’ নাটকের গল্প। ৫২ পর্বের এই ধারাবাহিকটি আগামীকাল রোববার থেকে চ্যানেল আইতে প্রচার হবে। নাটকে মোশাররফ করিম অভিনয় করেছেন ওমর চরিত্রে। আর শহীদুল্লাহ সবুজকে দেখা যাবে রিয়াজ চরিত্রে। এ ছাড়াও ‘বৃহস্পতি তুঙ্গে’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ে করেছেন মামুনুর রশীদ, তারিক আনাম খান, সাজু খাদেম, রুনা খান, সানজিদা প্রীতি, জুই করিম, মিশু সাব্বির, কাজী আসিফ, নাবিলা, উজ্জ্বল মাহমুদ, এমিলা, হাফসা মুনির প্রমুখ। নাটকটি প্রচার হবে প্রতি রোববার, বুধবার ও শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...