আগামী ১২ ফেব্রুয়ারি একুশে গ্রন্থমেলায় প্রকাশ হচ্ছে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের অ্যালবাম ‘শুধু গান গেয়ে পরিচয়’। অ্যালবামের সব কয়টি গানই প্রয়াত সুরস্রষ্টা আলতাফ মাহমুদের সুর করা। গানগুলো নতুন করে মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছেন রকেট মন্ডল। প্রকাশের আগেই অ্যালবামটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের হাতে তুলে দেওয়া হয়েছে। সাবিনা ইয়াসমিনের স্বাক্ষর সম্বলিত এই অ্যালবামটিসহ আরও বেশ কয়টি অ্যালবাম রাষ্ট্রপতির হাতে তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও চ্যানেল আইয়ের পরিচালক, বাতার্ প্রধান শাইখ সিরাজ।

এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘প্রকাশের আগে, মাননীয় রাষ্ট্রপতির হাতে শ্রদ্ধা এবং ভালোবাসা জড়ানো এই অ্যালবামটি তুলে দেওয়া হয়েছে। এটি সত্যি আমার জন্য অনেক ভালোলাগা ও সম্মানের। এজন্য বিশেষ ধন্যবাদ দিতে চাই ফরিদুর রেজা সাগর এবং শাইখ সিরাজকে।’ অ্যালবাম প্রসঙ্গে সাবিনা বলেন, ‘আলতাফ ভাইয়ের হাত ধরেই সিনেমার গানে আমার পথচলা। তার সুরে আমি অসংখ্য গান গেয়েছি। তেমনি ১০টি গান রাখা হয়েছে এই অ্যালবামে। আশা করি, গানগুলো এ প্রজন্মের শ্রোতাদের ভালো লাগবে।’ তিনি আরও জানান, ‘শুধু গান গেয়ে পরিচয়’ অ্যালবামের দুটি গানের সাবিনা ইয়াসমিনের সঙ্গে সহশিল্পী হিসেবে গেয়েছেন লিনু বিল্লাহ।