সাভারে চাঁপাইন এলাকায় পারিবারিক কলহের জেরে আসমা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এদিকে নিমেরটেক এলাকায় ফ্যানের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানিয়া খাতুন (২০) নামে এক অন্তঃসত্ত্বার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে চাঁপাইন এলাকার জনৈক তফিজ উদ্দিন খানের বাড়ি থেকে আসমা খাতুনের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত আসমার বাড়ি রাজশাহী জেলার বাগমাড়া থানার কুলিখালিকুমারপুর গ্রামে। তার স্বামী রকেট মিয়া পেশায় ভ্যানচালক। পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে রকেট মিয়া ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। পরে ঘরের তালা দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে সাভার মডেল থানা পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। অন্যদিকে রাতে সাভারের নিমেরটেক এলাকা এলাকার জনৈক আবুল কাসেমের বাড়ি থেকে তানিয়া খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই গৃহবধূর বাড়ি পাবনা জেলার সুজানগর থানার চড়ধোলাই গ্রামে। পুলিশ জানায়, রাতে নিজের ভাড়া ঘরে ফ্যানের রডের সঙ্গে ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। তানিয়ার মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার এসআই অপূর্ব দাস জানান, ওই গৃহবধূর স্বামীকে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...