৩০ টাকার জন্য প্রাণ গেল ইউনুস আলীর

নওগাঁর পোরশা উপজেলা পাওনা ৩০ টাকার জন্য প্রাণ গেল মো. ইউনুস আলী (৫৩) নামে এক ব্যক্তির। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার সোমনগর সুতলি বাজারে এ ঘটনা ঘটে। পরে উপজেলার ঘাটনগর ইউনিয়নের বানমোহন গ্রাম থেকে এ ঘটনায় অভিযুক্ত মফিজ উদ্দিন (৬২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, গ্রেপ্তার মফিজ উদ্দিন পোরশা উপজেলার সোমনগর সুতলি বাজারে সেলাই সামগ্রী, সুতা, বোতাম, বিভিন্ন প্রকার চেইনের দোকানী। গত বুধবার মফিজ উদ্দিনের দোকান থেকে ইউনুস আলী জ্যাকেটের দুইটি চেইন কেনেন। চুক্তি মোতাবেক চেইনে দাম ৪০ টাকা এবং জ্যাকেটে চেইন লাগানো বাবদ ৩০ টাকা প্রদান করে ইউনুস আলী। কিন্তু আজ শুক্রবার বিকেল পর্যন্ত মফিজ উদ্দিন তার জ্যাকেটে চেইন লাগিয়ে না দেওয়ায় সোমনগর সুতলি বাজারে গিয়ে ৩০ টাকা ফেরত চায় ইউনুস আলী। এ সময় ২০ টাকা ফেরত দিতে রাজী হয় মফিজ উদ্দিন। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে মফিজ উদ্দিন একটি বাঁশের লাঠি দিয়ে ইউনুস আলীর মাথায় আঘাত করেন। এতে ইউনুস আলী রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলেন। স্থানীয় লোকজন ইউনুস আলীকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় মারা যান ইউনুস আলী। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান আরও জানান, ঘটনার পর পর সংবাদ পেয়ে পুলিশ হত্যাকারী মফিজ উদ্দিনকে উপজেলার উপজেলার ঘাটনগর ইউনিয়নের বানমোহন গ্রাম থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মফিজ উদ্দিন এই হত্যার কথা স্বীকার করেছেন। পোরশা থানা পুলিশ নিহত ইউনুস আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  এ ব্যাপারে নিহত ইউনুস আলীর ছোটভাই সোনবার আলী বাদী হয়ে পোরশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।