বিনাদোষে দুদকের মামলায় তিন বছর জেল খাটা জাহালমের পুনর্বাসনে রাষ্ট্রের কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন করেছে ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’ নামে একটি সংগঠন। গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ দাবি জানায় সংগঠনটি।সংগঠনের সভাপতি জিয়াউদ্দিন তারেক আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এসএমএ সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক একে আজাদ প্রমুখ।মানববন্ধনে রোবায়েত ফেরদৌস বলেন, ৩ বছর যাবৎ দুদকের বিচারে নিরীহ জাহালম তার জীবন থেকে ও পরিবার-পরিজন থেকে বঞ্চিত ছিলেন। এ ক্ষেত্রে তথ্য-উপাত্তের কোনো রকমের মিল না থাকার পরও শুধু ছবির মিলের কথিত ধারণা থেকে তাকে নিগৃহীত করা হয়েছে। মহামান্য হাইকোর্টের নির্দেশনায় তার মুক্তি মানবিকতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।সভাপতির বক্তব্যে জিয়া উদ্দিন তারেক বলেন, রাষ্ট্র ও দুদক কেউই জাহালমের ওপর যে নির্দয় ও অমানবিক আচারণ তা এড়িয়ে যেতে পারে না। এ সময় তিনি জাহালমের ক্ষতিপূরণ আদায়ে দেশের বিবেকবান নাগরিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।মানববন্ধনে আরও বক্তব্য দেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতিম-লীর সদস্য এসএমএ সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার শামছী, অর্থ সম্পাদক মামুনুর রশীদ ও পারভেজ হাসেম।প্রসঙ্গত, সোনালী ব্যাংকের টাকা লুটের দায়ে ঠাকুরগাঁও জেলার জনৈক সালেকের বিরুদ্ধে দুদকের করা মামলায় টাঙ্গাইলের নির্দোষ জাহালম তিন বছর জেল খাটেন। পরে গত সপ্তাহে হাইকোর্টের রায়ে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি লাভ করেন। এ ঘটনা দেশ-বিদেশে প্রবল আলোড়ন সৃষ্টি করে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...