ঝড় এরিকের কারণে প্রচণ্ড বাতাস বইছিল। আর এর মধ্যে রানওয়েতে বিমান আবতরণের চেষ্টা করছিলেন এক পাইলট। তবে রানওয়ে স্পর্শ করার সঙ্গেই সঙ্গেই বিপর্যয় ঘটলেও পাইলটের কৃতিত্বে বেঁচে গেলেন যাত্রীরা। ভারতীয় সংবাদমাধ্যম ন্যাশনাল টুডের খবরে বলা হয়, হায়দরাবাদ থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজ-এর বিমানটি লন্ডনের হিথরো বিমানবন্দরে নামার সময়েই ঘটে এই ঘটনা। বিমানটি রানওয়ের মাটি ছুঁতে না ছুঁতেই প্রবল বাতাসের কারণে বাউন্স করে। সঙ্গে সঙ্গে নড়েচড়ে ওঠে বিমান। এই পরিস্থিতিতেই সামলে নেন পাইলট। মাটি স্পর্শ করার সেকেন্ডের মধ্যে তিনি উড়িয়ে নেন বিমানটিকে। সেটা না করলে হয়তো ক্র্যাশ করে যেতে পারত বিমানটি। দুর্ঘটনা সামলে বিমানটি আকাশে খানিক চক্কর মারে। পরে নিরাপদেই তা অবতরণ করে। বিগ জেট টিভি এই ঘটনার ভিডিও তাদের টুইটারে পোস্ট করলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ৪ মিলিয়ন ছাড়িয়ে যায় ভিউয়ারের সংখ্যা। যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য পাইলটকে ধন্যবাদ দিচ্ছেন টুইটকারীরা।
We are live now on our Elite Channel from #Heathrow and witnessed this insane #TOGA ! Well done pilot! @British_Airways #BA276 #StormErik pic.twitter.com/WMEvJ4P387
— BIG JET TV (@BigJetTVLIVE) February 8, 2019