রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। অগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আজ রোববার দুপুর আড়াইটার দিকে দক্ষিণ মুকিম বাজার এলাকার একটি মোটরসাইকেলের দোকানে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো কামরুল ইসলাম দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বংশালের একটি মোটরসাইকেলের দোকানে আগুন লাগার খবর পায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...