বাঘায় ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বদলি

রাজশাহীর বাঘা উপজেলার সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) পি এম ইমরুল কায়েসসহ ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নুর-উর-রহমান ও ৩০ জানুয়ারি জেলা প্রশাসক এস এম আবদুল কাদের  পৃথকভাবে এ বদলির আদেশ জারি করেন। এতদিন প্রকাশ না হলেও উপজেলা অফিসের এক কর্মকর্তার মাধ্যমে আজ রোববার বিষয়টি জানা গেছে। বাঘা উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরুল কায়েসকে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। সার্ভেয়ার শামিম আলী সাগরকে রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলায়, নাজির শামিম উদ্দিনকে পুঠিয়া উপজেলায়, জমা সহকারী মো. ইমরান হোসেনকে দুর্গাপুর উপজেলায়, মো. আনোয়ার হোসেনকে চারঘাট উপজেলায়, নোটিশ জারিকারক মো. আরসাদ আলীকে দুর্গাপুর উপজেলায়, সার্টিফিকেট সহকারী-আরিফুল ইসলামকে পুঠিয়া উপজেলায় বদলি করা হয়েছে। এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন রেজা বলেন, ‘বদলির বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের বিষয়। এ ব্যাপারে আমার কিছু বলার নেই।’ এ বিষয়ে জানতে জেলা প্রশাসক (ডিসি) এস এম আবদুল কাদেরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি উপজেলার আলাইপুর-হরিরামপুর পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় কাগজপত্র দেখতে যান বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পি এম ইমরুল কায়েস। এ সময় উপজেলার হরিরামপুর গ্রামের মোজাহার হোসেনের ছেলে নওশাদ আলী ও তার লোকজন এসিল্যান্ডসহ তার এক নিরাপত্তাকর্মীকে মারধর করেন। এ ঘটনায় ভূমি অফিসের এক কর্মচারী বাদী হয়ে নওশাদ আলীকে প্রধান আসামি করে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ইতিমধ্যে প্রধান আসামি নওশাদসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, এই ঘটনাকে কেন্দ্র করেই ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীদের বদলি করা হতে পারে।