পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার। পুরো মাস দেশি-বিদেশি ক্রেতা ও দর্শনার্থীতে মুখর ছিল মেলা প্রাঙ্গণ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, জাপান, চীন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশ ও দেশের প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে। দেশি ও বিদেশি পণ্যসামগ্রী প্রদর্শন, রপ্তানি বাজার অনুসন্ধান এবং দেশি-বিদেশি ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপনে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ২০০ কোটি টাকার রপ্তানি আদেশ এসেছে। এটি গত বছরের তুলনায় বেড়েছে।প্রতিবছর ১ জানুয়ারি বাণিজ্যমেলা শুরু হয়। কিন্তু এ বছর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ১ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি শুরু হয়। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় একদিন মেলার সময় বাড়ায়। রাষ্ট্রপতি মেলা উদ্বোধন করায় সেদিন তারা ক্রেতা পাননি। পাশাপাশি আবহাওয়া উষ্ণ থাকায় ব্লেজার, শাল বা গরম কাপড়ের বিক্রি কম হওয়ায় ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে একদিন সময় বাড়ানো হয়।বরাবরের মতো এবারও বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করে। রাজধানীর শেরেবাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের পশ্চিম পাশে অনুষ্ঠিত হয় এ মেলা।মেলায় এক মাসে ৫১ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এবার মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের মোট সংখ্যা ৬০৫টি। এর মধ্যে প্যাভিলিয়ন ১১০টি, মিনি-প্যাভিলিয়ন ৮৩টি ও রেস্তোরাঁসহ অন্য স্টল ছিল ৪১২টি। বাংলাদেশ ছাড়াও ২৫টি দেশের ৫২ প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়।গতকাল দুপুরে বাণিজ্যমেলার সমাপনী ঘোষণা অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, এবারের মেলায় রপ্তানি আদেশ এসেছে ২০০ কোটি টাকার। এটি গত বছরের তুলনায় বেড়েছে। এবার ক্রেতা-দর্শনার্থীও অনেক বেশি হয়েছে। সব মিলিয়ে বিক্রিও অন্যান্য বারের তুলনায় বেশি।জানা গেছে, গত বছর মেলায় ১৬০ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া যায়। এ হিসাবে রপ্তানি আদেশ প্রায় ২৫ শতাংশ বা ৪০ কোটি টাকা বেড়েছে। এর আগে ২০১৭ সালের মেলায় রপ্তানি আদেশ পাওয়া যায় ১৪৩ কোটি টাকার।সমাপনী অনুষ্ঠানে টিপু মুনশি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে রপ্তানি বাড়াতে হবে। বর্তমানে রপ্তানির প্রায় ৮৫ শতাংশ আসে পোশাক খাত থেকে। কিন্তু রপ্তানি বাড়াতে হলে শুধু পোশাকের ওপর নির্ভরশীল হয়ে থাকলে হবে না, পণ্যে বৈচিত্র্য আনতে হবে। তিনি আরও বলেন, এ মেলায় মানুষের উপস্থিতি প্রায় অর্ধকোটি পার হয়েছে। মেলাটা খুব সফল হয়েছে।অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য্য বলেন, আমরা এবার ব্র্যান্ডিংকে গুরুত্ব দিয়েছি। বিক্রি মুখ্য উদ্দেশ্য ছিল না। এবারই মেলায় প্রথম ই-টিকিট প্রচলনের কথা বলেন। মেলায় স্টল ও প্যাভিলিয়নগুলোর সাজসজ্জা বিদেশিদের প্রশংসা পেয়েছে বলেও তিনি জানান।সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এসএম রেজওয়ান হোসেন এবং মেলার আয়োজক সংস্থার প্রধান হিসেবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য্য।মেলায় অংশ নেওয়া ৬০৫টি প্রতিষ্ঠানের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ৪২টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।মেলা আয়োজন, ব্যবস্থাপনা ও পরিচালনায় সার্বিক দিকনির্দেশনা, অবদান এবং সহযোগিতার জন্য ৩৩ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ক্রেস্ট দেওয়া হয়।মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানে প্রথম হয়েছে হাতিল কমপ্লেক্স লিমিটেড, দ্বিতীয় ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তৃতীয় হয়েছে এসকোয়ার ইলেকট্রনিক্স লিমিটেড।বাণিজ্যমেলায় অনন্য সম্মাননা পুরস্কার পেয়েছে কারুপণ্য রংপুর লিমিটেড। সেরা প্রিমিয়ার প্যাভিলিয়ন ও সেরা সাধারণ প্যাভিলিয়নে প্রথম হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সেরা সংরক্ষিত প্যাভিলিয়নে প্রথম হয়েছে জুট ডাভার্সিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)।সেরা বিদেশি প্যাভিলিয়নে প্রথম হয়েছে যৌথভাবে হাডেক্স হালি ডেরি টেক্সটাইল ডাইস টিআইসি এএস তুর্কি এবং জাপান হালাল কোম্পানি লিমিটেড।সেরা প্রিমিয়ার মিনি প্যাভিলিয়নে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেরা সাধারণ মিনি প্যাভিলিয়ন বঙ্গ মিলার্স লিমিটেড, সেরা সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন বাংলাদেশ পোস্ট অফিস, সেরা প্রিমিয়ার স্টলে এম/এস হেলাল ও ব্রাদার্স এবং সেরা সাধারণ স্টলে প্রথম হয়েছে ফরচুন টেক লিমিটেড।বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের গোল্ড কালার্ড ট্রফি দেওয়া হয়। আর নারী উদ্যোক্তা বিভাগে সিলভার ট্রফি পেয়েছে গৃহিণী ফুড প্রডাক্টস ও মা এন্টারপ্রাইজ।রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করে আসছে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...