গাজীপুরের ইটাহাটা এলাকায় যাত্রীবাহী একটি বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাশেম টেক্সটাইল কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজাবাবু, জনি ও মাহফুজ। তারা সবাই কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার শাহজাহান আলী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, সকাল ১০টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে ছেড়ে আসা পলাশ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নবীনগরের দিকে যাচ্ছিল। একই সময়ে কোনাবাড়ি থেকে চান্দনা চৌরাস্তাগামী একটি মোটরসাইকেল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটার কাশেম টেক্সটাইল কারখানা এলাকার সামনে পৌঁছলে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত এবং অপর একজন আহত হন।ওসি আরও জানান, স্থানীয়রা আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহত কলেজছাত্রদের লাশ উদ্ধার করে এবং ঘাতক বাস ও বাসের চালককে আটক করেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...