‘ভ্যালেন্টাইনস ডে’র পরিকল্পনা ‌ফাঁস করলেন রণবীর

বলিউডের তারকা দম্পতি রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন টানা ছয় বছর প্রেম করেছেন। এর পরই কয়েক মাস আগে সাতপাকে বাঁধা পড়েন তারা। আগামী ১৪ ফেব্রুয়ারি আসছে ‘ভ্যালেন্টাইনস ডে’। তাই বিয়ের পর প্রথম ‘প্রেমের দিন’ সেলিব্রেশনের পরিকল্পনা করেছেন এই দম্পতি। ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, আগামী সপ্তাহেই মুক্তি পাবে রণবীরের ‘গাল্লি বয়’। তাই ছবির প্রচারে ব্যস্ত এই অভিনেতা। তার পরও এর ফাঁকেই সেরে ফেলেছেন ‘ভ্যালেন্টাইনস ডে’র পরিকল্পনা। রণবীর বলেন, ‘আমার মনে হয় ভ্যালেন্টাইনস ডে’র দিন দীপিকা আর আমি একসঙ্গে এই ছবিটা দেখব। খুব ভালো সিনেমা এটা। আমার তো মনে হয় ওর ভালো লাগবে, আমার জন্য গর্ব করবে দীপিকা। আমি তো আমার বউকে নিয়ে ছবিটা দেখতে যাব। আপনারাও আসুন।’ তবে ‘ভ্যালেন্টাইনস ডে’র পরিকল্পনা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি দীপিকা। তিনিও রণবীরের পরিকল্পনারই সামিল হবেন বলে মনে করেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।